হেলমেটপরা অপরাধী চক্র সক্রিয়, উদ্বিগ্ন নগরবাসী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ১১:১৯:০২ অপরাহ্ন
আনাস হাবিব কলিন্স :
নগরীতে সক্রিয় হয়ে উঠেছে মোটর সাইকেল আরোহী হেলমেট পরা ছিনতাইকারী চক্র। এ চক্রের সদস্যরা ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। এ চক্রের সদস্যরা গতকাল রোববার দক্ষিণ সুরমার কদমতলীতে দিন-দুপুরে এনা পরিবহনের ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এর আগে গত ৬ অক্টোবর ওই চক্রের সদস্যরা নিয়ে যায় সুবিদবাজারের আরেক ব্যবসায়ীর ১৫ লাখ টাকা। ঘটনা দুটিতে দেখা গেছে, দুটি ঘটনায়ই ছিনতাইকারীরা ছিল মোটর সাইকেল পরিহিত। কিছুদিন বিরতি দিয়ে এসব ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী।
অবশ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী ছিনতাইকারীদের দিয়েছেন কড়া বার্তা। বলেছেন, ছিনতাই বন্ধে পুলিশ বদ্ধপরিকর। পুলিশ ও ছিনতাইকারী এক শহরে বসবাস করতে পারে না এই মন্তব্য করে তিনি বলেন, পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৫ দিনে ৭৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। নগদ টাকা বহনে পুলিশের সহযোগিতা নিতেও বলেন তিনি।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ঘন ঘন ছিনতাই-চুরি নগর জীবনের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন। ছিনতাইসহ সব ধরণের অপকর্মরোধে তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আতিকুর রহমান জনজীবন বিপন্নকারী সকল কার্যক্রম বন্ধে আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারির ওপর জোর দেন।
গতকাল যেভাবে ছিনতাই হলো এনা পরিবহনের অর্থ :
গতকাল রোববার দুপুর ১২ টার দিকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এনা পরিবহন কাউন্টার থেকে ম্যানেজার শফিকুল ইসলাম, ক্যাশ কর্মকর্তা সুহেল আহমদ ও নূর মোস্তফা নগদ ১২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য কদমতলী পয়েন্টে যাচ্ছিলেন। পাঁচ মিনিটের মাথায় তারা ইয়াছিন মার্কেটের সামনে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেল যোগে ১০ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। অস্ত্রের মুখে প্রকাশ্য দিবালোকে তাদের কাছে থাকা ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান দক্ষিণ সুরমা থানার ওসি।
সুবিদবাজারের ঘটনায় ব্যবসায়ীরা নেমে আসেন রাস্তায় :
এর আগে গত ৬ অক্টোবর ছিনতাইয়ের শিকার হন সুবিদবাজারের ব্যবসায়ী বিজিত লাল দাস। সেখানেও ৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হন। এর প্রতিবাদে ও ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে বৃহত্তর সুবিদবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত ১৮ অক্টোবর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে, এ ছিনতাইয়ের ঘটনায় কেউ আটক হয়েছে কিনা তা জানা যায়নি।
এসএমপি কমিশনার যা বলেন :
দায়িত্ব নেওয়ার মাত্র ৪৫ দিনের মধ্যে নগরীতে ৭৫ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে-এই তথ্য জানিয়ে এসএমপি কমিশনার বলেন, অপরাধীদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। ছিনতাইসহ সকল অপরাধ কর্মকান্ড রোধে পুলিশের পেট্রোল ডিউটি বাড়ানো হয়েছে। সিলেট মহানগর এলাকায় নগদ টাকা বহনের ক্ষেত্রে পুলিশি সহযোগিতার প্রয়োজন হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম ০১৩২০-০৬৯৯৯৮ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।




