অনৈতিক কর্মকান্ডে জড়িত ৩ জন আটক
নগরীর জিন্দাবাজারে আবাসিক হোটেল রাজমনি সিলগালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১:১৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে প্রতিনিয়ত অভিযান দিচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার নগরীর জিন্দাবাজারে হানা দেয় ডিবি পুলিশের টিম। নগরীর ব্যস্ততম এই পয়েন্টে ডিবি পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়। যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- ওহাব মিয়া (২৫), বিল্লাল হোসেন (২৭) ও কবিতা আক্তার (৩০)।
পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সিলেট মহানগরীর জিন্দাবাজারে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়। তাদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ তিনজনকে আদালতে সোপর্দ করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।




