ফ্রান্সের তুলুজ শহরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৮:২১:২৪ অপরাহ্ন
ফ্রান্সের তুলুজ শহরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় তুলুজ শহরের একটি কনভেনশন সেন্টারে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আ ন ম মহসিন রাজার সভাপতিত্বে ও খায়রুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- ফেরদৌস খান, ফরহাদ হোসেন, রুমেল আহমেদ খান, আব্দুর রহিম আকাশ,জাহেদ আহমদ, নুরুল ইসলাম, লিক্সন মিয়া, মুহিত আহমদ, ফকরুল ইসলাম, অলিউর রহমান, সুজন মিয়া সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
এসময় সভাপতির বক্তব্যে আ ন ম মহসিন রাজা বলেন, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যুবশক্তির গুরুত্ব এবং সম্ভাবনাকে নতুন করে তুলে ধরে। জাতীয়তাবাদী যুবদল দেশের যুবকদের সৃজনশীলতা, দক্ষতা এবং আত্মবিশ্বাসকে প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা যুব সমাজকে সংগঠিত করে তাদের নৈতিক উন্নয়ন, এবং একইসাথে দেশের গঠনমূলক কাজে অংশীদারিত্ব নিশ্চিত করতে কাজ করে যাব। যুবকরাই আগামীর বাংলাদেশ, আর যুবদল সেই ভবিষ্যতের নির্মাতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ।




