নগরীর শিবগঞ্জের লাকড়িপাড়া থেকে মোটরসাইকেল চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ১০:১২:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শিবগঞ্জ লাকড়িপাড়াস্থ রংধনু-২০ নম্বর বাসার গেটের ভেতর থেকে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার এসএমপি’র শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং-১৪৯৪)।
ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ ছদরুল ইসলাম সিলেট জেলাধীন বিশ্বনাথ উপজেলার তাহিরপুর গ্রামের হাজী হাসিব আলীর পুত্র ও বর্তমানে সিলেট নগরীর শিবগঞ্জ লাকড়িপাড়াস্থ রংধনু-২০ নম্বর বাসার বাসিন্দা। তিনি সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশনের একজন ব্যবসায়ী। তাঁর ব্যবহৃত কালো রঙের হিরো হোন্ডা হাংক (১৫০ সিসি) মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর সিলেট এলএ-১১-০৯৮৭।
তিনি জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে আমি মোটরসাইকেলটি বাসার গেটের ভেতর রেখে দোতলায় বসতঘরে যাই এবং সন্ধ্যা সোয়া ৬টার দিকে এসে যথাস্থানে মোটর সাইকেলটি পাইনি।
পরে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা মিলে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও মোটরসাইকেলটি না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানাই ও সাধারণ ডায়েরি করি।
এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার এসআই মো. সাজ্জাদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধী সনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




