গোলাপগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে সেলিম উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৫:৩৪:৩২ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট (পূর্ব) জেলা শাখার উদ্যোগে দেশের জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে (৩১ অক্টোবর) সরকারি এমসি একাডেমি ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় এই দুটি কেন্দ্রে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মেধাবৃত্তি চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সিলেট- ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সিলেট (পূর্ব) জেলা প্রধান পৃষ্ঠপোষক আবু আইয়ুব মঞ্জু, সাবেক প্রধান পৃষ্ঠপোষক ও গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ (পশ্চিম) উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মু. আব্দুল আলী ও ডাক্তার তাওহীদ এলাহি চৌধুরী।
এদিকে, পরীক্ষা কেন্দ্রে আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আয়োজন আরও বেশি হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।




