পিডিবি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিলেটের প্রথম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৬:৪৮:১৬ অপরাহ্ন
পিডিবি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিলেটের প্রথম দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পিডিবি স্কুল প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম লস্কর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরুজ আহমদ। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক বদরুল ইসলাম ও ইউসুফ মিয়া মিলন।
নির্বাচন উপলক্ষে স্কুল প্রাঙ্গণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণাকে ঘিরে সারাদিন ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ। নির্বাচিত কমিটি আগামী দুই বছর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করবেন।




