এমসি কলেজে অর্থনীতি বিষয়ের ২০২২ সালের মাস্টার্সের ভাইভা পরীক্ষা রোববার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৬:০৮:৪৭ অপরাহ্ন
এমসি কলেজ, মদনমোহন কলেজ এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের অর্থনীতি বিষয়ের ২০২২ সালের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার্থীদের (নিয়মিত,অনিয়মিত ও প্রাইভেট) ভাইভা পরীক্ষা আগামী রোববার (৯ নভেম্বর) সকাল ৯ টায় এমসি কলেজের অর্থনীতি বিভাগে অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দিন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনার জন্য নির্দেশনায় বলা হয়েছে।




