সিলেট-৪ আসনে নির্বাচন করবেন আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ১১:১০:৪৫ অপরাহ্ন
সিলেট-৪ আসনে নির্বাচন করতে রাজি হয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আজ বুধবার রাত ১০টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চেয়ারপারসনের নির্দেশে তিনি ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।
আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, “চেয়ারপার্সন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি। ”
এর আগে আরিফুল হক চৌধুরী ৪ নভেম্বর কেন্দ্রের জরুরি তলবে ঢাকায় যান। সেখানে তাঁকে নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। সবশেষ আজ রাত ৮টায় বিএনপি চেয়ারপার্সন তাঁকে ডেকে পাঠান এবং এ সিদ্ধান্ত দেন।




