ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৭:৫০:২৭ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক চৌধুরী বাচ্চু। মহান মুক্তিযুদ্ধের ৫নং সেক্টরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা।
দাস পার্টির প্রধান জগৎ জ্যোতি শহীদ হবার পর তিনি দাস পার্টিকে কমান্ড করেন। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ কমান্ডার। অদম্য সাহসী এই বীর মুক্তিযোদ্ধা লাল বাহিনী নামের আরেকটি বাহিনীরও কমান্ডার ছিলেন। তার অসীম সাহসের কথা এখনো মুক্তিযোদ্ধাদের কণ্ঠে শোনা যায়। দেশের জন্যে জীবনবাজী রেখে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধা বাচ্চু চৌধুরী খুন হন তার গ্রামের অদূরে। সেই ১৯৯৬ সালে।
ইতোমধ্যে চলে গেছে ২৬ বছর। কিন্তু বীরমুক্তিযোদ্ধা হত্যাকান্ডের বিচার আর হয়নি। এবার আদালতের নিকট হত্যা মামলার তদন্তের নানা ক্রটি ও প্রশ্নবিদ্ধ অনেক বিষয় ধরা পড়ে। হত্যাকান্ডের ২৬ বছর পর মামলাটি অধিকতর তদন্ত করতে র্যাবকে নির্দেশনা দিয়েছেন আদালত। সিলেটের ডাক’র অনুসন্ধানে বেরিয়ে এসেছে মামলার চাঞ্চল্যকর অনেক তথ্য। দেশব্যাপী আলোচিত এই হত্যা মামলার সর্বশেষ চাঞ্চল্যকর তথ্যসহ দুই পর্বের প্রতিবেদন আগামীকাল বুধবার থেকে দৈনিক সিলেটের ডাক-এ প্রকাশিত হবে।