এসএসসি পরীক্ষায় তাড়ল উচ্চ বিদ্যালয়ের সাফল্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৮:০৭:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাড়ল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এবারের এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে সাফল্য অর্জন করেছে।পরীক্ষায় ৫১ জন অংশ গ্রহণ করে বিভিন্ন গ্রেডে ৪৭ জন পাশ করেছে।দিরাই উপজেলার মধ্যে বিদ্যালয়ের অবস্থান ২য়।পাশের হার ৯১ দশমিক ১৫।এর মধ্যে এ গ্রেডে ১২ জন, এ মাইনাস গ্রেডে ১৩ জন,বি গ্রেডে ১৫ জন এবং সি গ্রেডে ৭ জন পাশ করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইনুল হক চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
সুনামগঞ্জে স্বাধীন দেশের প্রথম পতাকা উত্তোলনকারী মুক্তিযুদ্ধের সংগঠক সুজাত আহমেদ চৌধুরীর প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছর ভালো রেজাল্ট করে আসছে।আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন করতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক কাউসার চৌধুরী শিক্ষক,অভিভাবকসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।বিজ্ঞপ্তি