শিশুদের যোগ্য হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে ……জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:০৭:৪৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বলেছেন, শিশুরা দেশের বড় সম্পদ। তারা আগামী দিনে এ দেশের নেতৃত্ব দেবে। তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার নগরীর উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দি লেগো ফাউন্ডেশনের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় শিশু মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শিক্ষা কর্মকর্তা আরো বলেন, শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা, গান-বাজনা, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক কর্মকান্ডের সম্পৃক্ততা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি। শিশু মেলায় শিক্ষা ও সচেতনতামূলক বিভিন্ন স্টলে শিশু এবং অভিভাবকদের অংশ গ্রহণ ছিল স্বত:স্ফূর্ত।
উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা বেগমের সভাপতিত্বে জাগরণী চক্র ফাউন্ডেশনের এসআরএস প্রকল্পের মো. বনি আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল তালুকদার, সদর উপজেলা ইন্সট্রাকটর আনিসুজ্জামান ভুঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপিকা রায়, দি লেগো ফাউন্ডেশনের প্রতিনিধি ক্রিস্টিন মর্ক, সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি মো. শাহিন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এসআরএস প্রকল্প, ম্যানেজার নুরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের চ্যাম্পিয়নিং ¬প্রজেক্ট ম্যানেজার রেহনুমা আখতার। এর আগে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এদিকে, গতকাল মঙ্গলবার শিক্ষা সচেতনতায় তিন চাকা চালিত ভ্যান টুকটুক শিক্ষামূলক গান প্রচার প্রচারণা ও খেলার জগৎ গড়ি, ভয় ডর নাহি, খেলায় খেলায় শিখি, খেলি শিখি ও জীবন গড়ি শ্লোগানে উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইনডোর ভিত্তিক শিক্ষার্থী ও অভিভাবকদের কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয়। গত ২৭ নভেম্বর ২২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে টুকটুক নামকরণ করা ভ্যানটি যাত্রা শুরু করে। এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম। দি লেগো ফাউন্ডেশনের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ কার্যক্রমটিও বাস্তবায়ন হয়।