গোয়াইনঘাটে চোরচক্রের ৪ সদস্যসহ চুরি হওয়া সিএনজি উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:০৯:৫৮ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাটের জাফলং থেকে একটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। সেই সাথে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে তারা। চোর চক্রের সদস্যরা হলো- উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পূর্ব পাড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে স্বপন মিয়া (২৮), আঙ্গারজুর মাঝপাড়া গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২), সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাজারকান্দি গ্রামের আরাধন সূত্রধরের ছেলে রিংকু সূত্রধর (২৫) এবং সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার সাহেববাজার এলাকার হেলাল মিয়ার ছেলে রাজু মিয়া (২৩)। গত সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে লাখেরপাড় গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার ও চোরচক্রের সদস্যদের গ্রেফাতর করা হয়। চুরি হওয়া অটোরিকশার মালিক নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মৃত নজমুল হক চৌধুরীর ছেলে জুনেদ আহমদ চৌধুরী।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, গত অক্টোবর মাসে সালুটিকর এলাকা থেকে একটি সিএনজি চুরি হয়। চুরি হওয়া সিএনজিটির মালিক জুনেদ আহমদ চৌধুরী ২৮ অক্টোবর তার সিএনজি চালক জুনেদকে প্রধান আসামী করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলাটি গোয়াইনঘাট থানায় রুজু করে আসামি জুনেদকে পুলিশ গ্রেফতার করে। আসামি জুনেদের দেয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া সিএনজি উদ্ধার ও সিএনজি চোর চক্রের সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান, এসআই জহিরুল ইসলাম, এসআই খালেদ মিয়া ও এসআই অনিক বড়ুয়াসহ একদল পুলিশ সদস্য। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১২ টার দিকে জাফলং ইউনিয়নের লাখের পাড় থেকে সিএনজি( অটোরিকশা) উদ্ধারসহ সিএনজি চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।