জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ
সরকারের সুদূর প্রসারী কর্মপরিকল্পনায় দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান — মোঃ নাসির উদ্দিন খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:১২:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন,বর্তমান সরকারের সুদূর প্রসারী কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। এমন কোন ক্ষেত্র বা প্রতিষ্ঠান নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের দৃষ্টান্ত স্থাপিত হয়নি। এ সকল উন্নয়ন কর্মযজ্ঞের ফলে দেশ আজ উন্নতির শিখরে আরোহণ করছে। দেশের চলমান এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত থাকা প্রয়োজন।
গতকাল মঙ্গলবার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) হলরুমে সিলেটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় সিলেট জেলা তথ্য অফিস কর্তৃক এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পিটিআই হলরুমে পিটিআই সিলেট এর সহকারী সুপারিন্টেন্ডেন্ট রুকিয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণার্থী সুবর্ণা দাস পলি। বক্তারা সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
মূল বক্তব্য উপস্থাপনকারী সিলেট জেলা তথ্য অফিসের উপরিচালক মোঃ সালাহ উদ্দিন বলেন,তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করতে সিলেট জেলা তথ্য অফিস নানাবিধ প্রচার কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রেখেছে। এ সকল প্রচার কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষিকা অংশগ্রহণ করেন।