ঘাসিটুলা মাদ্রাসায় ওয়াশ ব্লকের উদ্বোধন করলেন মেয়র আরিফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:১৩:৫৫ অপরাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন সহায়তা প্রকল্পের আওতায় নির্মিত স্কুল ওয়াস ব্লকের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর বৃহত্তর ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় নবনির্মিত ওয়াশ ব্লকটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়াশ ব্লকটির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ১০, ১১ এবং ১২নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, সিসিকের বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, এইচএসবিসি ব্যাংকের চিফ ফাইনান্সিয়াল অফিসার জিগনেশ চেতান রুপারেল ও হেড অফ কমিউনিকেশন তালুকদার নোমান আনোয়ার, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হেড ইমামুল আজম শাহী ও অপারেশন ম্যানেজার সজল কুমার সাহা, মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম সহ ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী এইচএসবিসি ব্যাংক এবং ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে বলেন, নগরীর প্রত্যেকটি স্কুলে এ ধরণের ওয়াশ ব্লক থাকা উচিত। যেখানে ছাত্র ছাত্রীরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা চর্চা করবে। তিনি বলেন, ভবিষ্যতে সিলেট সিটি কর্পোরেশন এ ধরণের যেকোন উদ্যোগের অংশীদার হবে। নবনির্মিত ওয়াশ ব্লকে মেয়েদের জন্য পৃথক চেম্বার করা হয়েছে। তাদের চেম্বারে ব্যবহার্য উপকরণ পরিষ্কার করার ব্যবস্থা সহ হাইজিন বক্স (স্যানিটারি ন্যাপকিন রাখার বক্স), সাবানদানি, হাত ধোয়ার স্থানসহ নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ওয়াশ ব্লকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওয়াশ ব্লক প্রাঙ্গণে বিভিন্ন গাছ লাগানো হয়েছে। বিজ্ঞপ্তি