দোয়ারায় চাঞ্চল্যকর হিরন হত্যা মামলায় গ্রেফতার ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:১৫:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। সিলেট র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী রিপন মিয়া(৪৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী উপজেলার কাঁঠালবাড়ী এলাকার সুরুজ আলীর ছেলে।
জানা যায়, গত ২৫ নভেম্বর শুক্রবার পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হিরন মিয়ার (৪০) সাথে তার ভাই-ভাবীদের কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ভিকটিমের মেজো ভাই নুর মোহাম্মদ মিল্টন, মিল্টনের স্ত্রী ও অপর ভাই রিপন মিয়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা করে। হামলাকারীরা শাবল ও লোহার রড দিয়ে তার পেটে ঘা মেরে ছিদ্রযুক্ত জখম করে এবং রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তার আর্তচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গত রোববার রাতে কাঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামী রিপন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।