সিলেটে অবৈধভাবে মেলা আয়োজন করতে না দিতে চেম্বারের অনুরোধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:১৬:৪৩ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সুপারিশ ব্যতিরেকে বাণিজ্যমেলা আয়োজন করতে না দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ জানিয়েছে সিলেট চেম্বার।
গতকাল মঙ্গলবার সিলেট চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ‘মেলা পরিপত্র’ এর অংশে ঢাকা মেট্রোপলিটন এলাকা ব্যতীত বাংলাদেশের যেকোন বিভাগীয়, জেলা বা উপজেলা শহরে বাণিজ্যমেলা আয়োজনের পূর্বে সংশ্লিষ্ট জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সুপারিশ নিতে হয়। জেলা প্রশাসন চেম্বারের সুপারিশ ও পুলিশ বিভাগের মতামত গ্রহণ করে শর্তসাপেক্ষে মেলা আয়োজনের অনুমোতি দেন। কিন্তু বর্তমানে কিছু স্বার্থান্বেষী মহল বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে এবং সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সুপারিশ ব্যতিরেকে বাণিজ্যমেলা আয়োজনের পাঁয়তারা করছে বলে তারা জানতে পেরেছেন। যার ফলে সিলেট চেম্বারের সদস্য ও সিলেটের ব্যবসায়ী মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাই, সিলেটে বাণিজ্যমেলা নিয়ে যাতে কোন বিরূপ পরিস্থিতির উদ্ভব না ঘটে, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে সজাগ থাকার জন্য সিলেট চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি