সিলটি পাঞ্চায়িত’র সভা
সিলেট বিভাগকে স্বায়ত্তশাসন প্রদানের দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:৩১:৪৮ অপরাহ্ন
সিলেটে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সমূহে সিলেট বিভাগের স্থানীয় বাসিন্দাদের শতভাগ অগ্রাধিকার প্রদান, স্থানীয়ভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করণসহ নানান দাবি জানিয়েছে বিভাগ ভিত্তিক রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলটি পাঞ্চায়িত আয়োজিত জনসভায় বক্তারা উপরোক্ত দাবি জানান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ-রীহান হাসানের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, প্রচার সম্পাদক কামাল আহমেদ প্রমুখ। সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী আরো বলেন, ‘সিলেটবাসীর নিজস্ব একটি ভাষা আছে, যা নাগরী ভাষা হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ আমাদের এই ভাষাকে আজ অবহেলা করা হচ্ছে। আমাদের দাবি সিলেট বিভাগের প্রতিটি স্কুল-কলেজে এই ভাষার প্রচলন করতে হবে।’ বক্তারা অকাল বন্যার হাত থেকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ, পূর্বের হাইকোর্ট বেঞ্চ সিলেটে পুনঃবহাল ও হাওর উন্নয়ন বোর্ড সিলেটে স্থাপনের জোর দাবি জানান। জনসভা শেষে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তি