দিরাই আওয়ামী লীগের নবনিযুক্ত সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:৩৪:১৬ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের “সভাপতি পদ” বাতিলের দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মংলা মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা রুবেল সরদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য রায়হান মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা দিরাই বাজার মহাজন সমিতির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, আওয়ামীলীগ নেতা করম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর ইদন মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাইয়ুম মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা কামাল উদ্দিন এবং তার পরিবার আওয়ামী লীগ বিরোধী উল্লেখ করে বলেন, কামালকে তারা কখনো আওয়ামী লীগের সভাপতি পদে মেনে নেবেন না। তারা জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আহবান আহবান জানিয়ে বলেন,সঠিক তদন্তের মাধ্যমে কামাল উদ্দিনের ‘সভাপতি পদ’ বাতিল করে প্রকৃত ত্যাগী, পরীক্ষিত ব্যক্তিকে পদ দিতে হবে।