রওনক নওশীন সাদিবা’র জিপিএ-৫ অর্জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:৩৫:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে রওনক নওশীন সাদিবা। সে জালালাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ইংলিশ মিডিয়ামে পরীক্ষায় অংশ নেয়। নগরীর উপশহরের বাসিন্দা শামীম আহমদ ও মরহুমা জাহানারা বেগমের মেয়ে এবং সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব বশির আহমদ ও সালেহা বেগমের নাতনি রওনক নওশীন সাদিবা।
তাদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার গুংগাদিয়া গ্রামে। নওশীন সাদিবা বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। এজন্য সে সকলের দোয়াপ্রার্থী।