বিশ্বকাপ ফুটবল: শেষ ষোলোতে নেদারল্যান্ডস ও সেনেগাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৫:৪৬:৫৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের ‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ও সেনেগাল। প্রথম রাউন্ডে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল কাতার। শেষ ষোলোতে যাওয়ার সুযোগ ছিল ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ড- এই তিন দলের সামনে। বাংলাদেশ সময় রাত ৯টায় দুটি ভিন্ন ভেন্যুতে চার দল খেলতে নামে।
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে সেনেগাল। ম্যাচে জয় ছাড়া উপায় ছিল না আফ্রিকার দেশটির। সেনেগালের হয়ে গোল দুটি করেছেন ইসমাইলা সার ও কালিদু কুলিবালি। ইকুয়েডরের একমাত্র গোলটি করেছেন মইসেস কাইসেডো।
আরেক ম্যাচে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। গোল দুটি করেছেন কডি গাকপো ও ফ্রেঙ্কি ডি ইয়ং।
শেষ ষোলোতে যেতে জয়ের বিকল্প ছিল না সেনেগালের। যে কারণে ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় সেনেগাল। আফ্রিকান চ্যাম্পিয়নদের একের পর এক আক্রমণে নিজেদের রক্ষণদুর্গ সামলাতেই ব্যস্ত থাকে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। ম্যাচের ৮ মিনিটে গোলরক্ষকের সঙ্গে ওয়ান টু ওয়ান পজিশনে সুযোগ হাতছাড়া করেন সেনেগালের তারকা স্ট্রাইকার বোলায়ে দিয়া। ২৪ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ইসমাইলা সার। তার নেওয়া জোরাল শটটি অল্পের জন্য জালে জড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচের ৪২ মিনিটে গোল পায় সেনেগাল। ডি-বক্সে ইসমাইলা সারকে ফাউল করে পেনাল্টি উপহার দেন প্রিসিয়াদো। স্পটকিকে হার্নান গালিনদেজকে পরাস্ত করে বল জালে জড়ান ইসমাইলা। প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইকুয়েডর। ৬৭ মিনিটে মইসেস কাইসেডোর গোলে সমতা ফেরায় ইকুয়েডর। ১-১ গোলে সমতায় ম্যাচ শেষ হলে নক-আউটে উঠে যেত ইকুয়েডর। তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি তারা। ঠিক ৩ মিনিট পরি ফ্রি-কিক থেকে ইকুয়েডরের ডি-বক্সে বল পেয়ে সেনেগালকে ২-১ গোলে এগিয়ে নেন অধিনায়ক কালিদু কুলিবালি। তার গোলে ইকুয়েডরকে হারিয়ে গ্রুপ রানারআপ হয়ে শেষ ষোলোতে যায় সেনেগাল। শেষ ষোলোয় গ্রুপ বি থেকে প্রথম স্থান পাওয়া দলের বিরুদ্ধে নামতে হবে তাদের।
এদিকে, শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে কাতারের বিপক্ষে কমপক্ষে ড্র প্রয়োজন ছিল নেদারল্যান্ডসের। তবে সহজ জয়েই কমলা জার্সিধারীরা উঠে গেছে বিশ্বকাপের নকআউট পর্বে। নেদারল্যান্ডস ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। কিক অফ থেকেই একচেটিয়া প্রধান্য নিয়ে খেলেই প্রথমার্ধে এগিয়েছিল নেদারল্যান্ডস। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো নেদারল্যান্ডস। কাতারের গোলমুখে তৈরি হওয়া জটলার মধ্যে খুব কাছ থেকে শট নিয়েছিলেন ড্যালি ব্লিন্ড। কিন্তু সেই শট রুখে দিয়েছেন কাতারের গোলরক্ষক মেশাল বারশাম। তবে দ্বিতীয় আক্রমণ থেকে ঠিকই গোল আদায় করে নেয় নেদারল্যান্ডস। ২৬ মিনিটে বক্সেও মাথায় বল পেয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করেছেন কোডি গাকপো। বিরতির পর ২-০ গোলের লিড নেয় নেদারল্যান্ডস। গোল করেনে ফ্রেঙ্কি ডি ইয়ং। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। শেষ ষোলোয় গ্রুপ বি থেকে দ্বিতীয় স্থান পাওয়া দলের বিরুদ্ধে নামতে হবে তাদের।
আজকের খেলা
রাত ৯টা : অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক
রাত ৯টা : তিউনিশিয়া বনাম ফ্রান্স
রাত ১টা : পোল্যান্ড বনাম আর্জেন্টিনা
রাত ১টা : সৌদি আরব বনাম মেক্সিকো।