সিএলসিসি’র প্রথম সভায় মেয়র আরিফ
নাগরিক মতামতের ভিত্তিতে বাসযোগ্য মহানগরী গড়ে তোলা হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৬:০৩:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট মহানগরকে বাসযোগ্য আধুনিক ও পরিবেশগতভাবে স্বাস্থ্যকর একটি নগরে রূপান্তর করতে আগামীতে নাগরিকদের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত ও সুদূরপ্রসারি বাজেট প্রণয়ন করবে। নগরীর বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের মতামতকে প্রাধান্য দিয়ে একটি উন্নত সমৃদ্ধ সমাজ গঠনের রূপরেখা থাকবে আগামীর বাজেটগুলোতে।
গতকাল মঙ্গলবার সকালে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন নাগরিক সম্পৃক্তকরণ নির্দেশিকা অনুযায়ী ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব সিটি কর্পোরেশন-সিফোরসি প্রকল্পের মাধ্যমে গঠিত সিএলসিসি’র সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ বদরুল হক ও জাইকা বাংলাদেশের চীফ কো-অর্ডিনেটর মিস নাও কু আনজাই।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২, বার্ষিক বাজেট, উন্নয়ন প্রকল্প সমূহ, রাজস্ব আদায়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশত বিষয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সিসিকের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাখু ও সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান।
সিএলসিসি সম্পর্কে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন জাইকা বাংলাদেশের স্থানীয় সরকার বিশেষজ্ঞ ব্রজ কিশোর ত্রিপুরা।
সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য্য, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বেসরকারি হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম হোসেইন, শিল্পপতি এমএ মান্নান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, লেখক কলামিস্ট সালেহ আহমদ খসরু ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
সিএলসিসি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সামসুল ইসলাম সেলিম এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান এসেসর আব্দুল বাছিত, লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।