সকালে দেবর-ভাবীর নাশতার পর বিকেলে ঐক্যের ডাক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৬:০৮:২৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে গতকাল মঙ্গলবার সকালে এক টেবিলে নাশতার পর বিকেলে গণমাধ্যমে পাঠানো বক্তব্যে ঐক্যের ডাক দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
লিখিত বক্তব্যে রওশন এরশাদ বলেছেন, ‘আমি সব সময়ই জাতীয় পার্টির ঐক্য চাই।’ পার্টিকে বিভক্ত করার প্রশ্নই ওঠে না উল্লেখ করে তিনি পার্টিতে একসময় যারা যুক্ত ছিলেন ও নিষ্ক্রিয় হয়ে গেছেন, তাদেরও দলে ফেরার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দলের মধ্যে বিভ্রান্তি দূর করতে শিগগিরই দলের নেতাদের সঙ্গে বসবেন বলেও জানিয়েছেন রওশন এরশাদ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দীর্ঘদিন চিকিৎসা শেষে গত রোববার দেশে ফিরেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ঢাকা ফিরে তিনি গুলশানের ওয়েস্টিন হোটেলে থাকছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এই হোটেলে গিয়ে রওশন এরশাদের সঙ্গে দেখা করেন জি এম কাদের। দু’জনে এক টেবিলে বসে নাশতাও করেছেন। এ সময় সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আবু হোসেন (বাবলা)।
বিকেলে গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে রওশন এরশাদ আরও বলেন, ‘আমি ঢাকায় ফিরে এসেছি, আমি পার্টির সব এমপি, প্রেসিডিয়াম এবং অন্যদের সঙ্গে যেকোনো বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করতে বসব। আমি নিশ্চিত, সেই ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধভাবে শিগগিরই রাজনৈতিক কর্মসূচিতে ফিরতে পারব।’ যারা আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, কাজী জাফর আহমদের সঙ্গে চলে গেছেন এবং নিষ্ক্রিয় হয়ে গেছেন, তাদেরও দলে ফিরে আসার আহ্বান জানান তিনি।