জগন্নাথপুরে ব্রিটিশ আমলের উপ স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক সন্তান প্রসব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৬:২৮:০২ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর উপজেলার বুধরাইল ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে প্রথমবারের মতো স্বাভাবিক সন্তান প্রসব করানো হয়েছে এক প্রসূতি মা’র। গত মঙ্গলবার রাত ১০টায় তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। সুস্থ মা ও নবজাতক গতকাল বুধবার বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় আনন্দিত এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
এলাকাবাসী ও উপ স্বাস্থ্য কেন্দ্র সূত্র জানায়, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত উপ স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন থেকে অবহেলিতভাবে ছিল। গত কয়েক বছর থেকে স্বাস্থ্য কেন্দ্রটি বেহাল দশায় পরিণত হয়। সম্প্রতি সরকারের পাশাপাশি স্থানীয় প্রবাসীদের আর্থিক সহায়তায় উপ স্বাস্থ্য কেন্দ্রটির উন্নয়ন করা হয়।
নারীদের প্রসবকালীন সহায়তার জন্য স্বাস্থ্য কেন্দ্রে একজন নারী কর্মী নিয়োগ দেন সরকার। গত মঙ্গলবার বিকেলে বুধরাইল গ্রামের কৃষক দুলন মিয়ার সন্তান সম্ভাবা স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও মিডওয়াইফ নার্স তামান্না বেগমের তত্ত্বাবধানে রাত ১০টারদিকে দুলন মিয়ার স্ত্রী স্বাভাবিকভাবে একটি পুত্র সন্তান প্রসব করানো হয়। বুধরাইল উপ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় তাঁরা স্বাভাবিক প্রসবকালীন সেবা দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার রাতে এই কেন্দ্রে প্রথমবারের মতো সন্তান প্রসব করানো হয়েছে। গতকাল বুধবার মা ও নবজাতককে সুস্থ অবস্থায় বাড়ি পাঠানো হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, উপ স্বাস্থ্য কেন্দ্রটি শত বছরের পুরাতন। বুধরাইল উপ স্বাস্থ্য কেন্দ্রে সরকারের পাশাপাশি প্রবাসীদের সহায়তায় সাম্প্রতিককালে বেশ উন্নয়ন কাজ হয়েছে।