চিকিৎসা সেবায় অনেক দূর এগিয়েছে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ॥ ডা: ফারুক আহমেদ
বাইপাস সার্জারির পর বাড়ি ফিরলেন ৪ রোগী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৬:৪৩:৩৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল বাইপাস সার্জারি এবং করোনারি সংক্রান্ত চিকিৎসায় অনেক দূর এগিয়ে গেছে। এর মূলে হাসপাতালের সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতা।’
গতকাল বুধবার সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৪ জন রোগীর বাইপাস অপারেশন শেষে বাড়ী ফেরার প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সার্জারি বিভাগের প্রধান, চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. ফারুক আহমেদ এসব কথা বলেন। প্রফেসর ফারুক আরও বলেন, সিলেটের হার্ট ফাউন্ডেশনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এ মালিকের পরামর্শ ক্রমে সকলে কাজ করছেন।একজন রোগীর বাইপাস অপারেশনের পর নতুন জীবন ফিরে পান উল্লেখ করে তিনি বলেন, তবে রোগীকে অনেক সাবধানতার সাথে চলাফেরা করতে হবে।
এ সময় উপস্থিত স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা বলেন, সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সেবার মান বাড়ানোর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তিনি হাসপাতালে ঘুরে দেখেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। বাইপাস সার্জারি সম্পন্ন করে বাড়ি ফিরে যাওয়া ৪ জন হলেন, বিয়ানীবাজারের আব্দুল মালিক, সিলেট সদরের আলাউদ্দিন, পাঁচগাওয়ের বিলকিস বেগম এবং কুশিঘাটের মোবারক হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. এম এনায়েতুল্লাহ, সহ সভাপতি প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, এম এ করিম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, যুগ্ম সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী, ডা. মোস্তফা শাহ্জামান চৌধুরী , ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, সায়েন্টিফিক সেক্রেটারি ডা. শামীমুর রহমান, পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ। এছাড়াও কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মোঃ রেজাউল করিম, আব্দুল মালিক জাকা, ডা. শামীম আহমেদ, প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, হাসপাতালের সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান এবং উপ পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এ পর্যন্ত ৫২ জন রোগীর বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করেছে।