দিরাইয়ের শ্যামারচর বাজারে অগ্নিকান্ড ৪ কোটি টাকার ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৬:৪৯:৫৫ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ের শ্যামারচর বাজারে অগ্নিকান্ডে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জানা যায়, রাত ২ টার দিকে বাজারের একটি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় ১৮ টি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় বাসিন্দা, দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া জানান, গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। আমার দুটি ঘরসহ বাজারে ১৮ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। রাত থেকে সকাল ৮ টা পর্যন্ত এলাকাবাসী ও দিরাই ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।