ফুটবল বিশ্বকাপ: ফ্রান্সকে হারিয়েও বিদায়ের কান্না তিউনিসিয়ার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৬:৫৮:৪৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ম্যাচের বাকি কয়েক সেকেন্ড। তখনই গোল করলেন আতোয়ান গ্রিজম্যান। ১-১ সমতা। ফ্রান্স কি তবে হার এড়ালো? রেফারি সিদ্ধান্ত নিতে সাহায্য নিলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির। ভিএআর জানালো গোল হয়নি। তিউনিশিয়া জিতে গেল ১-০তে। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিলো তারা। মাঠের দর্শকদের চোখে পানি চলে এসেছে তখন। তিউনিশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি বটে। কিন্তু বিদায় উপহার হিসেবে এই জয়টা কম কীসে! তিউনিশিয়ার বিপক্ষে নিজেদের বেঞ্চের শক্তি পরীক্ষা করেছে ফ্রান্স।
একাদশের ৯ জনই ছিলেন নতুন খেলোয়াড়। ৪-৩-৩ ফরমেশনে দেশম আক্রমণভাগ সাজান কিংসলে কোমান, র্যানডাল কোলো মুয়ানি এবং মাত্তেও গেন্দুজিকে দিয়ে। প্রথমার্ধে মাত্র দুটি শট নেয় ফ্রান্স। লক্ষ্যে কোনো শট নিতে পারেনি তারা। এই অর্ধে ভালো খেলেছে তিউনিশিয়া। তিউনিশিয়াও নিজেদের ম্যাচের একাদশ থেকে ছয়টি পরিবর্তন আনে। প্রথমার্ধের তাদের তিন শটের দুটি ছিল লক্ষ্যে। অষ্টম মিনিটে নাদির গান্দ্রির গোল অফসাইডে বাতিল না হলে ১-০তে এগিয়ে থেকেই বিরতিতে যেত তিউনিশিয়া।
৫৮তম মিনিটে আইসা লাইদুনির অ্যাসিস্টে তিউনিশিয়াকে এগিয়ে নেন অধিনায়ক ওয়াহবি খাজরি। আফ্রিকার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে শুরুর একাদশে থেকে গোল করলেন খাজরি। এর আগে ২০১৮ সালে বেলজিয়াম ও পানামার বিপক্ষে গোল করেন তিনি। বিশ্বকাপে তিউনিশিয়ার শেষ ৫ গোলেই তার অবদান (৩ গোল, ২ অ্যাসিস্ট)।
গোল হজম করে আন্দ্রে র্যাবিয়ট, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, আতোয়ান গ্রিজম্যানে মাঠে নামান দেশম। তিউনিশিয়ার রক্ষণভাগে চাপ বাড়ে। কিন্তু রক্ষণ জমাট রেখে তিউনিশিয়া তুলে নিলো এক ঐতিহাসিক জয়।