লেকির গোলে ১৬ বছর পর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৬:৫৯:১৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠলো অস্ট্রেলিয়া। সকারুদের পক্ষে ৬০তম মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যাথু লেকি। এর আগে ২০০৬ বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল অস্ট্রেলিয়া।
এই ম্যাচে নামার আগে ডেনমার্কের বিপক্ষে চার ম্যাাচে এক জয় ছিল অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে আগের একমাত্র সাক্ষাতে ১-১ ড্র করে দু’দল।
মাঠে নেমেই একটি রেকর্ড গড়ে ফেলেন ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। ডেনিশ গোলরক্ষকদের মধ্যে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডে তিনি স্পর্শ করেন টমাস সোরেনসেনকে।
বল পজেশন ও গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রে ‘ডি’ গ্রুপে সবার নিচে থাকা অস্ট্রেলিয়া এ ম্যাচে অবশ্য খানিকটা ব্যতিক্রম ছিল। প্রথমার্ধে বল পজিশনে ডেনমার্কের চেয়ে পিছিয়ে থাকলেও চারটি শট নেয় অস্ট্রেলিয়া। যার তিনটি ছিল লক্ষ্যে। যদিও দুর্বল চ্যালেঞ্জ সামলাতে কোনো বেগ পেতে হয়নি ডেনিশ গোলরক্ষককে। অন্যদিকে ডেনমার্ক পাঁচ শটের দুটি লক্ষ্যে রাখতে পেরেছে। গোল করার মতো ভালো সুযোগ তৈরি করেছিল তারাই।
ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি।
দ্বিতীয়ার্ধে ভিন্ন চেহারা দেখায় অস্ট্রেলিয়া। ৬০তম মিনিটে ডেনিশদের স্তম্ভিত করে এগিয়ে সকারুরা। রাইলি ম্যাকগ্রির অ্যাসিস্টে গোল করেন ম্যাথু লেকি। বিশ্বকাপে নয় ম্যাচে লেকির প্রথম গোল এটি। তার গোলেই ১৬ বছরের আক্ষেপ ঘুচলো অস্ট্রেলিয়ার।
তিন ম্যাচে অস্ট্রেলিয়া ও ফ্রান্স দু’দলেরেই সমান ৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। অস্ট্রেলিয়া গ্রুপ রানার্সআপ।