শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন বি-এর ক্যাপসুল লিফট উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৭:১৯:০৮ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক ভবন বি- এর ক্যাপসুল লিফট উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল বুধবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, এই লিফট উদ্বোধনের মাধ্যমে ৪র্থ একাডেমিক ভবনের লিফট উদ্বোধন করা হলো। এর আগে একাডেমিক ভবন সি, ডি এবং ই’তে ক্যাপসুল লিফট চালু করা হয়েছে। আগামী বছরগুলোতে নতুন সকল একাডেমিক ভবনগুলোতেও লিফট চালু করা হবে। এই লিফট চালু হওয়ার ফলে প্রতিবন্ধী শিক্ষার্থী, গর্ভবতী নারী এবং নারী সহকর্মীরা ভোগান্তি থেকে রক্ষা পাবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. জহির বিন আলম, স্কুল অব এপ্লাইড সাইন্সেসের ডিন প্রফেসর ড. মো আরিফুল ইসলাম, স্কুল অব লাইফ সাইন্সেসের ডিন প্রফেসর ড. মো. কামরুল ইসলাম, স্কুল অব সোশ্যাল সাইন্সেসের ডিন প্রফেসর দিলারা রহমান, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্সেসের ডিন প্রফেসর ড. স্বপন কুমার সরকার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।