হবিগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৪:২১:১৭ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে স্কুল ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রায়ে উভয় আসামীর প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ মামলার রায় প্রদান করেন। এ সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো-মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহিদ মিয়া (৪৫) ও একই উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মোস্তফা (৩৫)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন রাত ১১টার দিকে শাহিদ মিয়া ও মোস্তফা মিয়া দূর্গাপুর গ্রামের ১০ম শ্রেণীতে পড়ুয়া জনৈকা ছাত্রীকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে তাদের বসত ঘরে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার ছোট বোন ছাড়া বাড়ীতে কেউ ছিল না। এ ব্যাপারে ভিকটিমের পিতা পরদিন তার মেয়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে অবহিত করে মাধবপুর থানায় এজাহার দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ২৪ অক্টোবর আসামীদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে। পুলিশ আসামীদেরকে গ্রেফতার করার পর শাহিদ মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।
রাষ্ট্র পক্ষে ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট মো. মোস্তফা মিয়া।