মাধবপুরে শিশু নির্যাতনের অভিযোগে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৪:২২:১২ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে ৯ বছর বয়সের এক অবুঝ শিশু নির্যাতনের অভিযোগে থানায় মামলা করেছে তার পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আওয়াল চৌধুরীর দোকানের সামনে অবুঝ শিশুটি খেলা করছিল। এসময় ঐ শিশু কে চকলেটের জন্য টাকার প্রলোভন দেখিয়ে লম্পট আওয়াল তার দোকানের ভেতর নিয়ে পাশবিক নির্যাতন করে। পরে নির্যাতনের শিকার ওই শিশু বাড়িতে গিয়ে ব্যাথায় কাতর হয়ে পড়ায় তার পরিবার বিষয়টি জানতে পেরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। হয়।
বুধবারই নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।