পাগলা বাজারে অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৪:২৩:৪৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা: শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে অগ্নিকান্ডে দু’টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় বাজারের মধ্যগলিতে জামান কমপ্লেক্সের ছামা টেলিকম এন্ড দাদি মা কসমেটিকস্’র দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে, রাত ১২টায় শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকের বড় ভাই জামিউল ইসলাম তুরান।
জিডিতে উল্লেখ করা হয়, অগ্নিকান্ডে দোকানে থাকা ২০টি অপপো ব্র্যান্ডের এন্ড্রোয়েড মোবাইল ফোন, ১৫টি রেডমি ব্র্যান্ডের মোবাইল ফোন, ১০টি আইটেল, ১৫টি সিম্ফনি, ১শ’ ৫০ টি বাটম ফোন, সকল ধরণের ফোনের চার্জার, ব্যাটারি, পাওয়ারব্যাংক, ক্যাচিং, মনিটরসহ সিসি ক্যামেরা, ফ্যানসহ আসবাবপত্র, প্রায় লক্ষাধিক টাকার কসমেটিক্স পণ্য এবং নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জামিউল ইসলাম তুরান আক্ষেপ করে বলেন, আমাদের পরিবারে বড় ধরণের একটা ক্ষতি হয়ে গেলো। এর আগে বন্যায় মৎস্য খামারের চারটি পুকুর তলিয়ে গিয়েছিলো। এসব ক্ষতি কাটিয়ে ওঠা আমাদের জন্য কষ্টসাধ্য হবে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জিসান রহমান নাবিল বলেন, আগুনের খবর পেয়ে আমরা পাগলা বাজারে পৌছে একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি।