ঢাকায় গিয়ে লাশ হলো ইনাতগঞ্জের কলেজ ছাত্র সৃজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৪:২৪:২২ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: নিজের স্বপ্ন পূরণে এবং পরিবারের মুখে হাসি ফুটাতে ঢাকায় রঙের কাজ করতে গিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের উপর থেকে পড়ে না ফেরার দেশে চলে গেলো ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সৃজন কান্তি দাশ (১৮)। সে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সচিন্দ্র কান্তি দাশের পুত্র।
জানা যায়, সৃজন ছিল মেধাবী ছাত্র। এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। অসচ্ছল পরবারের মুখে হাসি ফুটাতে লেখা পড়ার পাশাপাশি প্রায় দু’সপ্তাহ আগে তার এক নিকট আত্মীয়ের মাধ্যমে ঢাকায় গিয়ে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে রঙের কাজে যোগ দেয়।
গত সোমবার বিকেলে কাজ চলাকালে হঠাৎ পা পিছলে ১২ তলা নির্মাণাধীন বিল্ডিং থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সৃজনের মৃত্যু সংবাদ তার নিজ বাড়িতে এসে পৌঁছলে মা-বাবা আত্মীয়স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে। বাড়িতে চলছে মাতম।
ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো: নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সৃজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা হাসপাতালে রয়েছে। এখনো লাশ বাড়িতে এসে পৌছেনি।