শান্তিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ করলেন পরিকল্পনামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৪:৫৭:৪৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪৬জন উপকারভোগির মাঝে ৮ লক্ষ ২৮ হাজার টাকার অনুদান বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি।
গতকাল শুক্রবার বিকাল ৩ টায় পরিকল্পনামন্ত্রীর বাসভবন হিজল বাড়ীর মুন্সী আরফান আলী বৈঠকখানায় এ অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো: এহসান শাহ, সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।