ওমরাহ হজ্বে গিয়ে মাওলানা ফখরুল ইসলামের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৪:৫৯:৫০ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : পবিত্র ওমরাহ হজ্ব পালনে গিয়ে মক্কা শরীফে ইন্তেকাল করেছেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) (৬৮)। গতকাল শুক্রবার ভোরে ওমরাহ হজ্ব পালনকালে তিনি মক্কা শরীফে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আগামীকাল রোববার মক্কা শরীফের জান্নাতুল মুয়াল্লাতে মাওলানা ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এ ধর্মীয় নেতাকে দাফন করা হবে। তিনি জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলসার গ্রামের মরহুম আলহাজ্ব রুফিজ আলীর পুত্র।
মাওলানা ফখরুল ইসলামের মৃত্যুতে পূর্ব সিলেটের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাওলানা ফখরুল ইসলামের শূন্যতা সহজে পূরণ হবার নয় বলেও অনেকে মন্তব্য করছেন।
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম জানান, মাওলানা ফখরুল ইসলাম প্রতিবছর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে আগে পবিত্র ওমরাহ হজ্ব করে দেশে ফিরেন। এবারও ঠিক দেশে আসার আগে গত রোববার যুক্তরাজ্য থেকে স্ত্রী ও বড় ছেলেসহ পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কা শরীফে যান। ওমরাহ পালন শেষে আগামী ৬-৭ ডিসেম্বর তাঁর দেশে পৌঁছার কথা ছিলো। কিন্তু এবার আর দেশে ফেরা হয়নি। গতকাল শুক্রবার ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।