বাসিয়া নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৫:০২:১৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে বাসিয়া নদীর ডান তীরে আনন্দবাজার সংলগ্ন স্থানে নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কাজের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন লিলু, খলিল আহমেদ, ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতা মিয়া, ৭নম্বর ওয়ার্ড আওয়াামী লীগের সভাপতি ময়না মিয়া, ইউনিয়ন সদস্য আব্দুর রহমান সাদু, রিয়াজ উদ্দিন, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম কামালবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল মিয়া, যুবলীগ নেতা শফিক মিয়া, ইকবাল হোসেন, আব্দুল খালিক, মহানগর ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি