মঞ্চস্থ হলো থিয়েটার মুরারিচাঁদের নাটক ‘পুতুল মানুষ’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৫:০৯:৪৬ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : মুরারিচাঁদ (এমসি) কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের নতুন নাটক ‘পুতুল মানুষ’ মঞ্চস্থ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন উজ্জ্বল সিংহ।
শুক্রবার নাটকটি শুরুর পূর্বে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সৌরভ সরকার, অর্চিতা দেব অর্পা, শেখ তাসরিন হোসেন কানন, সুয়েব আহমদ, অনিক প্রধান, জুয়েল কান্তি দাস, সায়মা জাহান, সাব্বির শুভ, রিংকু মালাকার, অরূপ মালাকার, গৌরভ তালুকদার, অমিয় দাস, ঊষা কান্ত দাস, উম্মে সালমা খান ঋজু, আফসানা রহমান, ফায়েজা।
থিয়েটার মুরারিচাঁদের সভাপতি সৌরভ সরকার ও সাধারণ সম্পাদক উষাকান্ত বিশ্বাস নাটকটি দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নাটকটির নির্দেশক উজ্জ্বল সিংহ জানান, একজন বাউলের জীবন এখানে চিত্রিত হয়েছে। সামাজিক নানা প্রতিকূলতার সাথে বাউল জীবন ও সাংসারিক জীবনের টানাপোড়নে গল্পটি নির্মিত হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে।
নাটকটি মঞ্চায়নের শেষে থিয়েটার মুরারিচাঁদের রেজাউল করিম রাব্বির সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক তৌফিক এজদানী চৌধুরী, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, বিভূতিভূষণ দাস, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল খালিক, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফওজিয়া মাহবুব, ইংরেজি বিভাগের প্রভাষক জোৎস্না বেগম, বাংলা বিভাগের প্রভাষক কানন কান্তি দাস, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি উজ্জ্বল দাস, মঈন উদ্দীন মহিলা কলেজের প্রভাষক রাজীব দে চৌধুরী, কথাকলির সভাপতি শামসুল বাসিত শেরো, নাট্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত, নাট্যজন ব্যক্তি উত্তম রতন সিংহ, হুমায়ুন কবির জুয়েল, আনোয়ার হোসাইন রনি, নাট্য নির্দেশক মোস্তাক আহমেদ প্রমুখ।