কুলাউড়ায় ৪ মাদক কারবারি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৫:১১:৪৯ অপরাহ্ন
কুলাউড়া অফিস : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিপুল পরিমান ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নিয়ামত মিয়া (৩৬), তফুর মিয়া (৪৮), টিটু মিয়া (২৪), শামসুদ্দিন (২৪)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণবাজারের তিন ভাই মটরস ওয়ার্কশপের সামনে থেকে পুলিশ চারজনকে আটক করে। এসময় আসামিদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১০৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কুলাউড়া থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।