বিশ্বকাপ ফুটবল
পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৫:২৪:১০ অপরাহ্ন
জিতেও ছিটকে গেলো উরুগুয়ে
স্পোর্টস ডেস্ক : শেষ ষোলোতে যেতে জয়ের বিকল্প ছিলনা দক্ষিণ কোরিয়ার। তাই গতরাতে রোনালদোর পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিতও করেছে এশিয়ার দেশটি। অন্য ম্যাচে উরুগুয়ে ঘানাকে ২-০ গোলে হারালেও ছিটকে গেছেন লুইস সুরায়েজরা। এইচ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। রানারআপ হয়ে নকআউটে গেলো দক্ষিণ কোরিয়াও।
ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। তবে ম্যাচের ২৮ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত আর কোনও গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুদল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে (৯২ মিনিট) করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
ঘানাকে হারিয়েও ছিটকে গেলো উরুগুয়ে
শেষ ষোলোতে যেতে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের। ঘানাকে ২-০ গেলে হারিয়েও দিয়েছিলেন সুয়ারেজরা। দলের হয়ে জোড়া গোল করেছেন জর্জিয়ান ডি অ্যারাসকায়েতা। কিন্তু অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দেওয়ায় কপাল পুড়ে দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের।
এইচ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। রানারআপ হয়ে নকআউটে গেলো দক্ষিণ কোরিয়াও। ছিটকে গেলো উরুগুয়ে ।
এই গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল। চার পয়েন্ট ছিল দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের দু দলেরই। তবে গোল গড়ে এগিয়ে রানারআপ হয় দক্ষিণ কোরিয়া।