কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে সিএনজি অটোরিক্সা ভস্মিভূত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৫:৩০:৪৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি সিএনজি অটোরিক্সা। গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নভাগী গ্রামে ঘটনাটি ঘটে। এ বিষয়ে গাড়ির মালিক শাহজাহান জানান, তার ছেলে আল আমিন প্রতিদিনের ন্যায় রাত ১০টার দিকে গাড়িটি বাড়ির উঠোনে রেখে ঘুমিয়ে পড়ে। ভোর রাত ৪টার দিকে বাড়ির অদূরে গোরস্থানে নিয়ে কে বা কারা আগুন দিলে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। গাড়ির চালক আল আমিন জানান, ‘কে বা কারা ভোর রাতে আগুন দিয়েছে।
গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলাম। পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল এই গাড়ি। এখন তাদের পরিবারের কী হবে বলে তিনি ভেঙ্গে পড়েন। তিনি অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।