ফরেস্ট হিল স্কুলে শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৪:৫৯:৩৩ অপরাহ্ন
সিলেট নগরীর দরগা মহল্লা, দর্শন দেউড়ী এলাকার ফরেস্ট হিল স্কুলে গতকাল শনিবার শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মুরশেদা রহমান চৌধুরী।
সিনিয়র শিক্ষক রুমানা চৌধুরী পান্নার উপস্থাপনায় সভায় উপস্থিত অভিভাবকগণ স্কুলের পাঠাদান, সিলেবাস, স্কুল ড্রেস ইত্যাদি বিষয়ে পরামর্শ দান করেন। শিক্ষক অভিভাবক যৌথভাবে স্কুলের উন্নয়নে এগিয়ে আসতে সম্মত হন। উপস্থিত সকল অভিভাবক স্কুলের পাঠদানে সন্তোষ প্রকাশ করেন।
উপস্থিত সকলে নবনিযুক্ত অধ্যক্ষ মুরশেদা রহমান চৌধুরীকে স্বাগত ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মুছাদ্দিকুন নবী, দেওয়ান আশিদ রাজা চৌধুরী, সৈয়দ মোতাহের আলী ও মোঃ মনসুর আলী শাহ, মখদুদুর রহমান ও ফারিহা সুলতানা, কামরুন নাহার, মিনা আক্তার, জান্নাত জাহান, তাহমিনা আক্তার, শাহ আফসা আক্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন উপাধ্যক্ষ সৈয়দা মানছুরা আক্তার মিরা।-বিজ্ঞপ্তি