অমিত জিপিএ- ৫ পেয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৫:০৩:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিক্রমাদিত্য ক্ষত্রিয় অমিত এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এর আগে সে পিইসি ও জেএসসিতেও বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
বিক্রমাদিত্য ক্ষত্রিয় অমিত জগন্নাথপুর পৌরশহরের ভবানীপুর এলাকার বাসিন্দা ও নারিকেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ক্ষত্রিয় এবং গোরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী তালুকদারের পুত্র।
সে ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।