জৈন্তাপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৫:০৬:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৩ জন সাজাপ্রাপ্ত এবং অপর ৩ জন বিভিন্ন মামলার পরওয়ানাভুক্ত আসামী। গ্রেফতারকৃতরা হলো ২ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত নিজপাট ইউনিয়নের পুকুরপাড় গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আবুল খায়ের (৪৮), ৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের করুন দাশের ছেলে পরিমল দাশ (৫০) এবং তার ভাই ৬মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ময়না দাস (৪০), দরবস্ত ইউনিয়নের পূর্ব গর্দ্দনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাদেকুর রহমান (৩৫), দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে মো. আশিক আহমদ (৩৩) এবং জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষ্মীপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আক্কাস মিয়া (৩৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।