প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বনাথে মানসের মাদকবিরোধী আলোচনা সভা আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৫:০৮:২৯ অপরাহ্ন

মানস সিলেট জেলা, বিশ্বনাথ ও ওসমানীনগর শাখার উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা আজ রোববার বেলা ৩টায় বিশ্বনাথ নতুন বাজারের প্রবাসী চত্বরের কাছে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, মানস’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।-বিজ্ঞপ্তি