ঢাবি ছাত্রলীগের সম্মেলনে ওবায়দুল কাদের
তারা ঢাকা দখল করতে চায়, কত বড় সাহস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৫:৩২:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক : আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে দলটি কোনো ‘অঘটন’ ঘটালে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পবিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘তারা ঢাকা দখল করতে চায়, কত বড় সাহস। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো না। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।’
গতকাল শনিবার বিকেলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ভয় পায় আপনাদের আগুন, সন্ত্রাস, লাঠি নিয়ে খেলাধুলা। সেই বদ মতলব আপনাদের আছে। খবর পেলাম বিএনপি নেতাকর্মীরা হাড়ি-পাতিল, লোটা-কম্বল নিয়ে তাবু গেড়েছে। কেন? আমরা তো পরিবহন বন্ধ করতে বলিনি। ৬ তারিখ ছাত্রলীগের সম্মেলন। ছাত্রলীগ আপনাদের ধারের কাছেও যাবে না।’
‘তত্ত্বাবধায়ক সরকারের রঙিন খোয়াব দেখে লাভ নেই’, উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধানকে অনেক কচুকাটা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।’
বিএনপির সমাবেশের স্থান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সোহরাওয়াদী উদ্যানে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন। এখানেই পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিলো। অথচ সোহরাওয়ার্দী উদ্যান ফখরুলের পছন্দ নয়। তিনি চান পল্টন, ৩৫ হাজার স্কয়ার ফিট। অথচ সোহরাওয়ার্দী উদ্যানে বেগম জিয়া গত নির্বাচনেও সভা করেছেন। ফখরুলের কেন পছন্দ নয়? স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিশ্বাস তার নাই, আবারও প্রমাণ দিলেন। এজন্য সোহরাওয়ার্দী আপনাদের পছন্দ নয়।’
তিনি বলেন, এটা (সোহরাওয়ার্দী উদ্যান) ওনাদের জন্য খাঁচা। আর পল্টন ওনাদের জন্য ভালো। কেন ভালো সেটা আমরা জানি। লাঠি, বোমা নিয়ে আসবেন, এজন্য এটা ভালো।’