বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রকে ‘মৃত্যুদণ্ড দিয়েছে’ মিয়ানমার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৫:৩৩:৫০ অপরাহ্ন
ডাক ডেস্ক : মিয়ানমারের জান্তার বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ উঠেছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, চলতি সপ্তাহে অন্তত সাতজন ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা।
তবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি মিয়ানমারের জান্তার এক মুখমাত্র।
জাতিসংঘের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনী বিরোধীদের দমন করতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে জানান, গত বুধবার সামরিক আদালত অন্তত সাতজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ইয়ানগণভিত্তিক শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। তাদের ব্যাংকে গোলাগুলির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইয়াঙ্গুনে করা হয়।
দাগন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, শিক্ষার্থীদের মৃত্যুদণ্ড দেওয়া সামরিক বাহিনীর প্রতিশোধমূলক কাজ।
এর আগে গত বৃহস্পতিবার দেশটিতে আরও চার তরুণ অ্যাক্টিভিস্টের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে- এমন খবরের তদন্ত করছে জাতিসংঘ।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সংঘাত বেড়েই চলেছে।