‘হযরত শাহজালাল (রহ.) মুসলিম বাংলার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৪:৪৯:৫৫ অপরাহ্ন
বাংলার ওলীকুল শিরোমনি সুলতানে সিলেট হযরত শাহজালাল (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘মান্নানীয়া ফাউন্ডেশন’র উদ্যোগে গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ,-এর শহীদ সুলেমান হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, “বাংলার ওলীকুল শিরোমনি হযরত শাহজালাল (রঃ) বৃহত্তর সিলেট তথা জালালাবাদের কেবল নন, তিনি মুসলিম বাংলার ইতিহাসেরও অবিচ্ছেদ্য অংশ। তিনি ছিলেন মুসলিম বাংলার প্রথিকৃৎ ইসলাম প্রচারক শায়খুল মাশায়েখ বা পিরানে পীর তাকে এদেশের মুসলিম জাতিসত্তার আদি রূপকার চধঃৎড়হ ঝধরহঃ ড়ভ ইধহমষধফবংয বলে চিহ্নিত করা হয়।”
বক্তারা আরো বলেন, “হযরত শাহজালাল (রহ.) এর প্রকৃত নাম জালাল উদ্দিন, পরে শেখ জালাল উদ্দিন বা শাহ জালাল উদ্দিন, সংক্ষেপে শেখ জালাল উদ্দিন (রহ.)। তার জনপ্রিয় নাম হযরত শাহজালাল (রহ.)। তিনি ১১৯৬ খ্রিষ্টাব্দে আরবের ইয়ামেনে জন্ম গ্রহণ করেন।”
ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী মাওলানা ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন পীরছাহেব শিঙ্গাইরকুড়ী মাওলানা লুৎফুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা, নিউইয়র্ক নর্থ ব্রস্কস ইসলামিক সেন্টারের পরিচালক ও খতিব শায়খ ড. সাইফুল আজম আল আযহারী। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ‘হযরত শাহজালাল (রহ.) এর জীবনী’ গবেষক ড. মুহা. তুতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা এমদাদুল হক, দরগা শরীফের খাদিম মুফতি মোহাম্মদ হাসান, বিশ্ব জাকের মঞ্জিলের খাদিম খাজা মঈন উদ্দিন জালালাবাদি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইমরান গনি।-বিজ্ঞপ্তি