ধর্মপাশায় কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৪:৫০:৩৬ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ধর্মপাশা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা রয়েছে। গতকাল রোববার এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মীর হাসান বান্নাহ জানান, উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি এম ও পি সার এবং ১০ কেজি করে ডি. এ. পি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৪ হাজার ২শ’ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়েছে।