রূপকের চিকিৎসায় শাবির ১২তম ব্যাচের এক লাখ টাকা অনুদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৪:৫৬:১০ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : কিডনি প্রতিস্থাপনের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মুজিবুর রহমান রূপকের চিকিৎসায় এক লাখ টাকা অনুদান দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের (২০০১-০২ সেশন) শিক্ষার্থীরা।
গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ তে লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামের নিকট এ টাকা হস্তান্তর করা হয়। টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান, নৃ-বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আবু জাফর মোহাম্মদ ফরহাদ ও সৈয়দ জয়নাল আবেদিন আবেদ।
আবু সাঈদ আরফিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি পরিবারের মত। আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের সুখে দুঃখে পাশে থাকতে। বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থীরা চেষ্টা করেছে রূপকের পাশে দাঁড়ানোর। আশা করি, রূপক সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
এ বিষয়ে লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, রূপকের চিকিৎসায় অর্থ দিয়ে সহায়তা করার জন্য ১২তম ব্যাচের সকলকে ধন্যবাদ জানাই। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আরো বলেন, রূপক দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। ৫ ডিসেম্বর তার কিডনি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করা হবে। সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, সেজন্য সকলের নিকট দোয়া চাই।