লালাবাজারে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৫:০৭:০৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমার লালাবাজারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১, বাংলাদেশ। শনিবার উপজেলার লালাবাজার ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্য-সামগ্রী তুলে দেন লায়ন্স জেলা ৩১৫বি-১ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শরিফ আলী খান এমজেএফ, আইপিডিজি লায়ন শাহেনা রহমান এমজেএফ এবং ফাষ্ট ভাইস ডিষ্ট্রিক্ট গভর্ণর লায়ন লুৎফুর রহমান এমজেএফ। খাদ্য-সামগ্রীর মধ্যে ছিলো- চাউল, ডাল, তৈল, পিয়াজ, লবণ, আলু, মুড়ি, খাবার স্যালাইন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট গভর্ণরস স্পাউস লায়ন রেখা শরিফ, ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর’স স্পাউস রুবি শিরিন, কেবিনেট সেক্রেটারি লায়ন মির শফিকুল ইসলাম কনক, ট্রেজারার লায়ন ডাঃ খন্দকার মাযহারুল আনোয়ার শাহজাহান এমজেএফ, জিএসটি কোর্ডিনেটর লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, এডভাইজার টু ডিজিস কাউন্সিল লায়ন আসমা কামরান, লায়ন নাজনিন হোসেন, আরসি (এইচকিউ) লায়ন জয়া জাহান চৌধুরী, ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, লালাবাজার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মোহিত, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুর রহমান, ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের অর্থ সম্পাদক ইমরান আহমদ, লায়ন্স ক্লাব ফুড ডিস্ট্রিবিউশন কমিটির কো চেয়ারম্যান লায়ন ইন্জিঃ আবু তাহের, সেক্রেটারি লায়ন শাজওয়ান আহমদ, ট্রেজারার লায়ন মুহিত রহমান, সদস্য লায়ন রুজিনা আক্তার শিপা, লায়ন ডাঃ সোলায়মান আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন হুমায়ুন কবির, লায়ন ফরিদা আক্তার শিলা, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহি উদ্দিন মাহি, ট্রেজারার লিও আবু জাহের রানা।
এসময় লালাবাজার ইউনিয়নের দুশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে নেতৃবৃন্দ মরহুম লায়ন আব্দুর রউফ এর কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার বাড়ীতে পরিবারবর্গের সাথে সাক্ষাৎ করেন।-বিজ্ঞপ্তি