বিশ্ব হার্ট ফেডারেশনের প্রেসিডেন্ট সিলেট ওসমানীতে
ইতিবাচক জীবন চর্চার মাধ্যমে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৫:১৩:২৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিশ্ব হার্ট ফেডারেশনের প্রেসিডেন্ট ডা. জগত নারুলা বলেছেন, প্রতিদিন কোনো না কোন মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। ব্যয়বহুল হবার ফলে অনেকের পক্ষে চিকিৎসা করানোও সম্ভব হয়না। তবে ইতিবাচক জীবন চর্চার মাধ্যমে হৃদরোগের মতো প্রাণঘাতি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু একটু সুস্থবোধ করলে আমরা সেই বিষয়কে গুরুত্ব দিইনা। তিনি বলেন, হৃদরোগ নিরাময়ে প্রয়োজন খাদ্যাভ্যাসের পরিবর্তন। সঠিক সময়ে সেই বিষয়টিকে গুরুত্ব না দিলে এক সময় ঝুঁকিতে পড়ে যায় জীবন।
সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগ ও বাংলাদেশ অ্যাকাডেমি অফ কার্ডিওভাস্কুলার থেরাপিউটিক্স এর একটি ইন্টারন্যাশনাল সেমিনারে তিনি এসব কথা বলেন। গতকাল রোববার সকালে কলেজের মেডিকেল এডুকেশন ইউনিটে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মো ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা: সি এইচ এহসান ও আমেরিকা থেকে আগত প্রফেসর ডা: রামেশ দুজ্ঞাবাতি। সেমিনারে সভাপতি ছিলেন সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা: মো মোখলেছুর রহমান।
সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাস্পাতালের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা হৃদরোগ এবং ইন্টারভেনসন কার্ডিওলজির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেমিনার চলে। সেমিনারে সিলেটের সকল মেডিকেল কলেজের এবং অন্যান্য ইন্সটিটিউটের হৃদরোগ বিশেষজ্ঞগণ উপস্তিত ছিলেন।